আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্পাসের খাবার আর আমাদের নস্টালজিয়া

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

গতকাল আমার এক প্রিয় ছোটর সাথে ক্যাম্পাসের খাওয়া নিয়ে আলাপ করছিলাম। ও আমাকে রীতিমত নস্টালজিক করে দিল। ক্যাম্পাসের এই শীতের সময়ে চৌরঙ্গী কিংবা মেহের চত্বরের শীতের পিঠা বিশেষ করে মাংস পিঠা। বটতলায় বাঙ্গালির দোকানের হরেক রকমের ছোট মাছ। বঙ্গবন্ধু হলের সামনের সিরাজ ভাইয়ের রান্না স্পেসালি টাকি মাছের ভর্তা।

রাতে লন্ড ভন্ড দিয়ে গরম গরম পরটা । কিংবা জাকিরের চা, অথবা ট্রান্সপোর্টের সেই বিখ্যাত সিঙ্গারা।
রাত-বিরাতে বন-পাউরুটি অথবা ডিম বন খাওয়া।

বন্ধু-বান্ধব মিলে ক্যাফেটেরিয়ায় দুপুরের লাঞ্চ করা বিশেষ করে মঙ্গল বার কেননা এই দিনে স্পেশাল রান্না হত। গরমের সময়ে সেন্ট্রাল মাঠের সামনে দাড়িয়ে ডাব খাওয়া ।

আর সন্ধ্যা বেলায় প্রান্তিক এর শেষের দোকানের সামনে বসে হরেক রকমের ভাজা-পুরি খাওয়া।
হলের কিংবা ক্যাম্পাস লাইফের খাবারের তুলনা নেই । । সেই দিন গুলোও আর নেই, নেই সেই
খাওয়ার স্বর্গীয় তৃপ্তি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.