আমাদের কথা খুঁজে নিন

   

মারা গেলেন বলিউডি অভিনেতা ফারুক শেখ

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডি অভিনেতা ফারুক শেখ। গতকাল শুক্রবার গভীর রাতে দুবাইতে মারা যান ৬৪ বছর বয়স্ক এই অভিনেতা।

১৯৭৩ সালে 'গরম হাওয়া' ছবির মধ্যে দিয়ে অভিনয় জগতের শুরু। এরপর একের পর এক ছবি উপহার দিয়েছিলেন দর্শকদের। তার অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেযোগ্য 'শতরঞ্জ কি খিলাড়ি', 'কশমে ভাদো' 'বাজার', কিসি সে না কহেনা, 'নুরী' ।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি থিয়েটার এবং টেলিভিশন সিরিয়ালেও সুনামের সঙ্গে অভিনয় করেছিলেন ফারুক। তার শেষ দুইটি ছবি হল রণবীর কাপুরের সঙ্গে 'ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী' এবং 'ক্লাব ৬০'। পরিচালক সঞ্জয় পুরান সিং-অভিনীত 'লাহোর' ছবিতে সহঅভিনেতার চরিত্রে অভিনয়ের জন্য ২০১০ সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

ফারুক শেখের মৃত্যুর পর মুম্বাই চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেত্রী দিপ্তাী নাভাল ফারুকেরমৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আমাদের সময়ে তিনি ছিলেন খুব ভাল একজন অভিনেতা।

লেখক, পরিচালক জাভেদ আখতার ফারুকের বই প্রেমের প্রশংসা করে বলেন, যখনই আমাদের দুইজনের মধ্যে দেখা হতো, তিনি তখনই বইয়ের জন্য সুপারিশ করতেন।

মুম্বাইতে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ১৯৪৮ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই অভিনেতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.