আমাদের কথা খুঁজে নিন

   

গোপালগঞ্জের তিন আসনেই নৌকার পালে হাওয়া

গোপালগঞ্জের পাঁচটি উপজেলা নিয়ে গঠিত জেলার তিনটি সংসদীয় আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে রয়েছে। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা হলেন টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও জাতীয় পার্টির (এরশাদ) এ জেড অপু সেখ। গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও জাতীয় পার্টির (এরশাদ) কাজী সাহিন। গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান ও জাতীয় পার্টির (এরশাদ) দীপা মজুমদার। শেখ হাসিনা ইতোমধ্যে তার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জনসভা ও কর্মী সভা করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। শেখ ফজলুল করিম সেলিম এলাকার ভোটারদের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মুহাম্মদ ফারুক খান মুকসুদপুর ও কাশিয়ানি এলাকায় সভা সমাবেশ করছেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাতজন বহিষ্কার : মেহেরপুর প্রতিনিধি জানান, গতকাল মেহেরপুর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আশকার আলীকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উল্লেখ করে আসন্ন সংসদ নির্বাচন সংক্রান্ত জরুরি বৈঠক ডাকা হয় । এ সভায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে মেহেরপুর-২ আসনের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়মী লীগের সদস্য মকবুল হোসেন, গাংনী পৌর মেয়ের আহম্মদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান একে এম সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক শফিক কামাল পলাশকে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে জেলা আওয়ামী লীগের সভার পর পরই এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন মেহেরপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভা করার প্রতিবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক এ সভার বৈধতা নেই। তা ছাড়া তিনি কাউকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বভার তুলে দেননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.