আকাশে কে না চড়তে চাই? উপর থেকে পৃথিবীর রুপকে আরও রুপময় লাগে। বাঙ্গালীর এমন স্বাদ এবার পূরণ হল। কম খরচে আকাশে উড়ার স্বপ্ন বাস্তবে দেখা যাচ্ছে কলকাতায়া। প্রতিশ্রুতি পূরণে আরও একধাপ এগিয়ে গেলেন বাংলার ‘নয়া রূপকার’ মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ইচ্ছায় রবিবার সকালে বাস্তবায়িত হল হেলিকপ্টার পরিষেবা।
পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক বেহালা থেকে গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা শুরু করল হেলিকপ্টারটি। তবে, এদিন বিকেলেই ফের কলকাতায় ফিরে আসবে হেলিকপ্টারটি। প্রথমদিনেই সাত আসনের কপ্টারটি একেবারে ‘হাউসফুল’।
ইতিমধ্যে, কলকাতা-গঙ্গাসাগর, কলকাতা-দুর্গাপুর এবং কলকাতা-মালদা-বালুরঘাটের প্রথম কপ্টারের সমস্ত টিকিট বুক হয়ে গেছে। এখানেই শেষ নয়, দ্বিতীয় সপ্তাহের টিকিটও প্রায় শেষ হয়ে গিয়েছে৷
অন্যদিকে, রাজ্যের হেলিকপ্টার পরিষেবা আরও জনপ্রিয় করতে ইতিমধ্যে পরিবহন ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হচ্ছে।
বেহাল ফ্লাইং ক্লাব পৌঁছাতে সাধারণ যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্যে একগুচ্ছ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই বেশ কয়েকটি নতুন বাসরুট চালু হচ্ছে শহরে। হাওড়া, শিয়ালদহ ষ্টেশন, ধর্মতলা এবং এয়ারপোর্ট থেকে একাধিক বাস বেহালা যাবে। সাধারণ বাসের সঙ্গে এসি বাস চালানোর কথাও ভাবনা চিন্তা করছে পরিবহন দফতর। চলবে একাধিক ট্যাক্সিও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।