ঢাকার মহানগর হাকিম হারুন অর রশিদ সোমবার দুপুরে রিমান্ড ও জামিন আবেদনের শুনানি করে এই আদেশ দেন।
রমনা থানা পুলিশ হাফিজকে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে। অন্যদিকে হাফিজের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত জামিন নাকচ করে দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।
ফাইল ছবি
পুলিশের কড়াকড়িতে বিরোধী দলীয় জোটের ‘ঢাকামুখী অভিযাত্রা’ পণ্ডের পর রোববার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করেন হফিজ।
প্রেসক্লাবে সংবাদে সম্মেলন করে বের হওয়ার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী জোটের অবরোধে রাজধানীর বাংলামোটরে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
১৮ দলের পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর গত ২৪ ডিসেম্বর রাতে বিএনপি চেয়ারপার্সন ‘ঢাকাযাত্রা ও সমাবেশের’ নতুন কর্মসূচি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর বাংলা মোটরে পুলিশবাহী একটি বাসে আগুন দেয়া হয়।
এতে মো. ফেরদৌস খলিল (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। দগ্ধ হন ওই বাসের চালক মো. বায়েজিদ (২৫) ও কনস্টেবল ফায়জুল ইসলাম (৪১)।
পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৮ নেতার নাম উল্লেখ করে রমনা থানায় একটি মামলা করে পুলিশ।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুবউদ্দিন খোকনকেও এ মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।