আমাদের কথা খুঁজে নিন

   

গোটা তিনেক হাফিজ

http://profiles.google.com/mshahriar

আসলে দিতে চাইছিলাম ওমর খৈয়াম৷ কিন্তু হঠাৎ মনে হইলো, খৈ-আম তো মেলা দিলাম (যদিও খৈ আর আম জীবনে একসাথে কখনো খাই নাই, মুড়ি আম খাইছি যদিও৷ শিবরাম চক্রবর্তীর ওমর খৈয়াম হইলো ওমর মুড়কি-জাম!), এইবার কিছু হাফিজ মারি৷ তো ভাবলাম তাই সই৷ দেয়া যাক কিছু হাফিজ৷ প্রথমটা, সেই বহু পুরাতন শরাব নিয়ে৷ নাহ, আফসোস, এইটার মধ্যে খালি শরাবই আছে, সাকি নাই- ভাবনু, যখন করছে মানা বন্ধুরা সব আগলে ভাঁটি দিলাম ছেড়ে এবার ফুলের মরশুমে ভাই শরাব খাঁটি৷ ফুল বাগিচায় বুলবুলিরা উঠলো গেয়ে- হায়রে বেকুক, এমন ফাগুন, ফুলের ফসল, নাই কো শরাব?- সকল মাটি ৷৷ দ্বিতীয়টা৷ আহা, এইটার মধ্যে সাকি আছে- আমার পরাণ নিতে যে চায় ঐ নিঠুরা রূপের পরী, পরীর মতই রূপেরে সে রাখে আঁখির আড়াল করি৷ কইনু তা'রে, "তুমি যে কও, এই তো এ মুখ, কি আর এমন?" জবাব দিলো, "তাই তো বলি, লোভ করো না এ মুখ স্মরি৷" এবার তৃতীয়টা৷ এইটার মধ্যেও সাকি- আমার করে তোমার অলক জড়িয়ে বীণার তারের মতো এ হৃদি ভার আমার শুধু তোমার ঠোঁটে হয় আনত৷ চিকন তোমার ও-মুখখানি ভুখা হিয়ার সান্ত্বনা মোর সর্ব-গ্রাসী মোর ক্ষুধার খোরাক ঐ দেহটুকু? হায় বিধাতঃ !! (নজরুলের অনুবাদকৃত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.