আমাদের কথা খুঁজে নিন

   

....কিন্তু আমার মনটা ভিষন স্বপ্ন প্রিয়,

সব কিছুতেই ভুল হয়ে যায়---...............................আমার

স্বপ্ন গুলো শুকনো এবং হালকা শিমুল তুলোর মতো, ধুলোর মতো বললেও তুমি বলতে পারো যদিও মন ওদেরকে খুব ধরে রাখার চেষ্টা করে কিন্তু ওদের স্বভাবটা শ্রেফ পালিয়ে বাঁচা, দমকা বা আচমকা বাতাস অথবা খুব শান্ত বাতাস পেলেই ওরা উরে পালায় ভিষন রকম স্বউচ্ছাসে আমি তখন তাকিয়ে থাকি আক্ষেপে না এই ভেবে যে আমার কাছে থেকে ওরা বন্দি থাকার স্বাদ ছাড়া আর কি পেয়েছে, অন্য কোথাও গিয়ে যদি পুর্ন হওয়ার স্বাদ পায় তো আমার তাতে কিই বা ক্ষতি তখন ভাবি নতুন করে দেখবো না আর স্বপ্ন কোন কিন্তু আমার মনটা ভিষন স্বপ্ন প্রিয়, আবার নতুন স্বপ্নের জাল নিজের মতোই বুনতে থাকে আমি জানি একটা সময় ওরাও ঠিক পালিয়ে যাবে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.