আমাদের কথা খুঁজে নিন

   

শীর্ষে থাকল আর্সেনালই

বছরের শেষটা ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় পরিবর্তন এনে দিল। শীর্ষ স্থানে থাকা লিভারপুল নেমে গেল ৫ নম্বরে! ম্যানসিটিও থাকতে পারল না শীর্ষে। সেই আর্সেনালই ফিরে পেল হারানো স্থান। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে মরিনহোর চেলসি ২-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। এই জয়ে চেলসির তিন নম্বর স্থানটি পাকাপোক্ত হয়ে গেল।

একই রাতে নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়ে শীর্ষ স্থানে থেকেই বছর শেষ করল আর্সেনাল। এছাড়াও রবিবার টটেনহ্যাম ৩-০ গোলের জয় পেয়েছে স্টোক সিটির বিপক্ষে।

চেলসির বিপক্ষে খেলতে নেমেই গত মৌসুমে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লুইস সুয়ারেজ। গত রবিবার চেলসির বিপক্ষে সেই পুরনো সুয়ারেজকেই দেখল স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকরা। স্যামুয়েল ইতো এবং সিজারের সঙ্গে চ্যালেঞ্জে পরাজিত সুয়ারেজ চেলসির ডি বঙ্ েইচ্ছে করেই মাটিতে পড়ে গিয়েছিলেন।

মরিনহো সুয়ারেজের এই আচরণকে বন্য বলেই অভিহিত করেছেন। সে যাই হোক, দীর্ঘদিন পর লিভারপুলকে হারানোর স্বাদ পেল চেলসি। ব্লুজদের জয়ে নেতৃত্ব দিয়েছেন স্যামুয়েল ইতো এবং ইডেন হ্যাজার্ড। দুজনেই একটি করে গোল করেছেন। অলরেডদের পক্ষে একমাত্র গোলটি করেছেন মার্টিন।

মৌসুমের শুরু থেকেই লিভারপুলের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা লুইস সুয়ারেজ চেলসির বিপক্ষে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ! তবে এখনো ইংলিশ লিগে ১৯ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষেই আছেন তিনি। এদিকে সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে আর্সেনালকে জয় উপহার দিয়েছেন অলিভিয়ের গিরদ। একমাত্র গোলটা তিনিই করেছেন। এ জয়ে গানাররা ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।