স্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও বিদেশে বিশেষ করে ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত দেশের শিক্ষার্থীরা। আসলেই কি উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ না কি ছাত্র ভিসায় বিদেশে চাকরি লাভ কোনটি? প্রয়োজনীয় যোগ্যতা প্রদর্শন সাপেক্ষে ছাত্র ভিসায় ইউকেসহ ইউরোপের টিকেট পাওয়া এখন তুলনামূলক সহজ। সেই সঙ্গে অনেকের ধারণা এমন যে, ইউরোপে তাদের জন্য পার্টটাইম চাকরি নিয়ে বসে আছে বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে অধিকাংশ শিক্ষার্থীই সেখানে পাড়ি জমায় প্রায় খালি হাতেই। তাদের ধারণা, উচ্চশিক্ষার নামে বিদেশে গিয়ে প্রথমে চাকরি করবে এবং প্রচুর টাকা উপার্জন করবে।
তারপর পড়াশোনা করবে। কিন্তু বাস্তবতা বেশ ভিন্ন। বরং চলমান বিশ্বমন্দা পরিস্থিতির পর থেকে কোথাও কোনো চাকরিই এখন আর সহজলভ্য নয়। ফলে অধিকাংশ শিক্ষার্থীই ভিসা খরচ ছাড়া অতিরিক্ত অর্থ না নিয়ে যাওয়ায় সেখানে তাদেরকে অনাহারে, অর্ধাহারে, পার্কে, মসজিদে রাত কাটাতে হয়। ফলে না হয় পড়াশোনা, না হয় উপার্জন।
এসব কারণে অস্ট্রেলিয়াও বর্তমানে কঠিন নিয়মকানুন আরোপের মাধ্যমে সে দেশে ছাত্র ভিসা দেয়া কমিয়ে দিয়েছে। ফলে এমন পরিস্থিতিতে যাদের পড়াশোনায় মূল লক্ষ্য, প্রয়োজন ভালো বিদেশি ডিগ্রি তারা কেন পাশর্্ববর্তী উন্নয়নশীল দেশগুলোর অন্যতম মালয়েশিয়ার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম খরচে পড়াশোনা করবে না! মালয়েশিয়াতে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জবও সহজে মিলে। ফলে উপার্জিত অর্থ দিয়ে পড়াশোনার খরচও দিব্যি চালিয়ে নেয়া যায় । তা ছাড়া সেখানে পড়ার খরচ দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও কম। এক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস - ইউনিম্যাপ।
এশিয়ায় অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কয়েকটি দেশের মধ্যে মালয়েশিয়া অন্যতম। ইতিমধ্যে দেশটি শিক্ষাদীক্ষা, শিল্প-সাহিত্য ও তথ্য-প্রযুক্তিতে বিশ্বে নিজেদের স্থান বেশ পোক্ত করে নিয়েছে। বিশ্বের প্রায় ১৫০টি দেশের শিক্ষার্থীরা সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিড় করছে তাদের কাঙ্ক্ষিত শিক্ষা অর্জনের লক্ষ্যে। এসব প্রতিষ্ঠানে রয়েছে গ্র্যাজুয়েট, পোস্ট-গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা কোর্সসহ চাকরি উপযোগী বিভিন্ন প্রোগ্রাম। দেশের শিক্ষার্থীদের মালয়েশিয়ায় পড়াশোনার ব্যাপারে দীর্ঘদিন ধরে সহযোগিতা দিচ্ছে ঢাকার উত্তরা সেক্টর-১ এ অবস্থিত সিন্নামন ইন্টারন্যাশনাল।
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার বিষয়ে জানতে ০১৯২১০৬৭৬৪৬ ডায়াল করতে পারেন। ভিজিট করতে পারেন www.cinnamon-bd.com
তাছাড়া এসব প্রতিষ্ঠান থেকে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে। এককথায় ইউরোপ আমেরিকার শিক্ষা এখন মালয়েশিয়াতেই পাওয়া যায়। এদিকে বিভিন্ন দেশের হাইলি ট্রাস্টেড বা এ রেটেড প্রায় সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন মালয়েশিয়াতে তাদের ক্যাম্পাস স্থাপন করেছে। এগুলোর শিক্ষার মান, অবকাঠামো, শিক্ষার পরিবেশসহ সামগ্রিক সুযোগসুবিধা সবই একই মানের।
বরং শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও আবহাওয়াসহ বিভিন্ন দিকে মালয়েশিয়াই সেরা বলে সেখানে পাঠরত অধিকাংশ শিক্ষার্থীদের অভিমত।
বিশেষ করে দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় শিক্ষাব্যয় ইউরোপের এক তৃতীয়াংশ! দেশটি বাংলাদেশ থেকে স্বল্প দূরত্বে হওয়ায় আমাদের শিক্ষার্থীদের জন্য তা আরও সুবিধাজনক। অন্যান্য দেশের তুলনায় সেখানে খণ্ডকালীন জবের সুযোগ বেশি। এ সুযোগ গ্রহণ করে শিক্ষার্থীরা বছরে নূ্যনতম ১০ হাজার রিংগিত আয় করতে পারে। দেশটির ৪, ৫ ও ৬ তারকা মানের হোটেল কিংবা ফাইন-ডাইনিং রেস্টুরেন্টে চমৎকার কাজের সুযোগ রয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার ব্যাপারে খুব সতর্ক হতে হবে। কারণ শুধু ব্যাংক সলভেনসি না থাকার কারণে শিক্ষাব্যয়সহ সব কাগজপত্র থাকা সত্ত্বেও বছরে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে বিদেশে যাওয়া থেকে বঞ্চিত হয়। এ ক্ষেত্রে যথাযথ প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে এগুলে স্টুডেন্ট ভিসা প্রাপ্তি কিছুটা সহজ।
* শরীফ খান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।