মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-২০০ বিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে বলে ভিয়েতনামের নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমানটি বিধ্বস্ত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না। তারা বলেছে, এ ব্যাপারে বিমানটি থেকে তারা কোনো সংকেত পায়নি। বিমানটি দক্ষিণ চীনের নানমিং এলাকায় অবতরণ করে থাকতে পারে বলে তারা ইতোমধ্যকার আভাসকে উদ্ধৃত করেছে।
ভিয়েতনামের টুওই ট্রে নিউজ নৌবাহিনীর এডমিরাল এনগো ভ্যান ফ্যাটকে উদ্ধৃত করে বলেছে, তিনি দক্ষিণ ভিয়েতনামের উপকূলবর্তী এক দ্বীপ থেকে নৌকাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে যাওয়ার জন্য বলেছেন।
ভিয়েতনামের সরকারি গণমাধ্যমের এ খরব সঠিক হলে আশঙ্কা করা হচ্ছে বিমানটির ক্রুসহ সবার মৃত্যু ঘটেছে। আর এটিই হবে যুক্তরাষ্ট্রে নির্মিত বোয়িং বিমানের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা।
উল্লেখ্য, ১৯ বছর আগে ১৯৯৫ সালে বোয়িং ৭৭৭-২০০ বিমানটি মালয়েশিয়ান এয়ারলাইন্সে যুক্ত হয়।
এদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানটির হঠাত্ ৬৫০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনা যদি সত্যি হয় তাহলে এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। এগুলোর মধ্যে রয়েছে মারাত্মক যান্ত্রিক ত্রুটি, অন্য বিমানকে এড়িয়ে যেতে পাইলটের এড়ানোর একশন অথবা কোনো বিস্ফোরণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।