মিশরে পার্লামেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের ঘোষণা দিতে পারে দেশটির অন্তর্বর্তী সরকার।
এপ্রিলের মধ্যেই সেনা প্রধান জেনারেল আব্দেল ফাত্তা আল সিসিকে মিশরের রাষ্ট্রপ্রধান নির্বাচিত করার জন্যই আগের ঘোষিত ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ পরিবর্তন করা হচ্ছে।
গতকাল সোমবার এসব কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের কয়েকজন কর্মকর্তা।
এর আগে জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপে পার্লামেন্ট নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকার।
কিন্তু দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের এই সময়ে সরকারকে নেতৃত্ব দেয়ার জন্য একজন নির্বাচিত নেতা দরকার, এ যুক্তিতে ঘোষিত পরিকল্পনার পরিবর্তন চান সমালোচকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।