বুধবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী, জাকির হোসেন রোড ও ষোলশহর এলাকায় ঝটিকা মিছিল করে তারা ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি যানবাহন ভাংচুর এবং আগুন দেয়।
সন্ধ্যায় নগরীর জাকির হোসেন রোডে একটি ট্রাকে আগুন দেয় শিবিরকর্মীরা।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত জানান, আকবর শাহ থানাধীন জাকির হোসেন রোডে পরিবেশ অধিদপ্তরের সামনে শিবির কর্মীরা ঝটিকা মিছিল করে একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে।
এছাড়া নগরীর ষোলশহর এলাকায়ও শিবির কর্মীরা তাণ্ডব চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ৬টার দিকে শিবির কর্মীরা ঝটিকা মিছিল করে হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবিরকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
এসময় শিবিরকর্মীরা রেল ক্রসিং এলাকা দিয়ে পালানোর সময় একটি ট্রাকে আগুন দেয় জানিয়ে তিনি বলেন, তবে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।
সন্ধ্যায় কাজীর দেউরী এসএস খালেদ সড়কে শিবিরকর্মীরা মিছিল বের করে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এসময় তারা একটি হাতবোমা সময় টিভির মাইক্রোবাস লক্ষ্য করে নিক্ষেপ করলে এর চালক আহত হন।
এসময় শিবির কর্মীরা চট্টগ্রাম-৯ আসনের ওয়ার্কাস পার্টির প্রার্থী অ্যাডভোকেট আবু হানিফের নির্বাচনী প্রচারের গাড়িও ভাংচুর করেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রায় একই সময় যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা মীর কাসেম আলীর মালিকাধীন নয়াদিগন্ত পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল হুমায়নের ব্যক্তিগত গাড়িও ভাংচুরের শিকার হয়।
এছাড়াও একটি টেম্পোসহ মোট পাঁচটি যানবাহনে ভাংচুরও করে শিবির কর্মীরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।