الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين، وعلى آله وصحبه أجمعين، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা শাবনূরের ছেলে হয়েছে চার দিন হলো। কিন্তু শাবনূরের ছেলের মুখ দেখতে না পেয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই যেন। অবশেষে শাবনূর-ভক্তদের সেই অপেক্ষার অবসান হলো। ছোট বোন ঝুমুরের স্বামী মাইনুল ইসলামের ফেবসুক অ্যাকাউন্টে শাবনূরের ছেলে আইজান নেহানের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
শাবনূর ও তাঁর ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে মুঠোফোনে শাবনূরের ছোট বোন ঝুমুর বলেন, ‘আইজানের ছবি প্রকাশ নিয়ে পরিবার থেকে এক ধরনের বিধিনিষেধ ছিল।
মূলত আমার মা চাচ্ছিলেন না আইজানের ছবি এখনই সবার সামনে প্রকাশ হোক। পরে সবার সম্মতিতে ছবিটি ফেসবুকে দেওয়া হয়। ’
এদিকে, শাবনূরের স্বামী অনীক মাহমুদ এখন ঢাকায়। তিনি বলেন, ‘ব্যবসায়িক ব্যস্ততার কারণে সন্তানের জন্মের সময় আমি সিডনিতে থাকতে পারিনি। আর তাই সন্তানের মুখ দেখতে আমাকেও ফেসবুকের আশ্রয় নিতে হয়েছে।
মাইনুল ভাইয়ের পোস্ট করা ছবিতে বাবুকে (আইজান) দেখে বাকরুদ্ধ হয়ে যাই। আমার জীবনে এতটা খুশির সময় আর কখনো আসেনি। বাবা হওয়ার আনন্দ সত্যিই অন্য রকম। সবাই আইজান ও শাবনূরের জন্য অনেক দোয়া করবেন। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।