আমাদের কথা খুঁজে নিন

   

তোদের ভারত মাতা চিৎকার করে, “কই গেলি রে তোরা ! বাংলা মায়ের ছেলের কাছে পড়লাম একি ধরা !

মাস্টার্স । ঢাকা বিশ্ববিদ্যালয় । আজকে সন্ধ্যায় হঠাত করে একটা লাইন মাথায় আসল । তারপর দেখি ওই লাইন এর সাথে মিলিয়ে আরেকটা লাইন মাথায় আসল । এরপর আরও দুই লাইন ! বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে ।

ভাবলাম লিখে ফেলি যদি আরও কিছু লাইন মাথায় আসে তাহলে তো কবিতার মত হয়ে যাবে ! লিখে ফেললাম ১৬ লাইন। আমার কাছেই ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে । আধা ঘণ্টায় লেখা, আমি এখন ব্যাপক আনন্দিত যদিও জানি এটা traditional কবিতার মত হয়নি। উৎসর্গঃ বাংলাদেশকে ভালোবাসে এমন সব মানুষকে । তোদের ভারত মাতা চিৎকার করে, “কই গেলি রে তোরা ! বাংলা মায়ের ছেলের কাছে পড়লাম একি ধরা ! ছেলে তো নয় যেন একটা আগুনের বোমা ! ভগবান রক্ষা কর, সাথে কর ক্ষমা ! বাংলা মায়ের সাথে করেছি যত প্রতারনা , ডিজিটাল মেশিনেও তা যাবে না যে গোনা ।

দালাল, বন্যা , ভেজাল দিয়ে করলাম এতো ক্ষতি , বীর বাঙ্গালী তারপরও করে না স্বীকার নতি ! তিস্তার পানি, মমতার বানী বোঝে না হাসিনা , এতো অপমান ! তারপরও মোরে করে না যে ঘৃণা ! ভাবতে ভাবতে আটকে যাই , এ কেমন রাজনীতি , হায় ! স্বপ্নের সুখী বাংলাদেশ! বিধ্বস্ত প্রকৃতি !” মিথ্যা , সুশীল , প্রতারনায় দেশটা গেল ভরে, বি. এস. এফ এর গুলিতে তখন ফেলানিরা মরে । রাজনীতি , হায় রাজনীতি ! সেই রাজনীতি আর নাই , বঙ্গবন্ধু , শহীদ জিয়া – আরেকবার তাদের চাই। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.