উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা ক্যননিকাল এর জনপৃয় লিনাক্স ও এস উবুন্টু সংস্করন উবুনটু ও এস ভিত্তিক ফোন ও এস ঘোষনা দিয়েছে। এটি এখনও ডেভেলাপমেন্ট পর্যায়ে, উবুন্টু চাচ্ছে এ বছরের শেষে বা আগামি ২০১৪ এর শুরুতে যখন উবুন্টু ফোন ওএস পূর্ণরুপে আত্মপ্রকাশ করবে, তখন "এ্যপলিকেশন" এর কোন ঘাটতি থাকবে না। উপর্যপরি উবুন্টু ডেভেলাপাররা আশা করছেন ডেস্কটপ, ল্যপটপ, নোটবুক, ট্যবলেট ও মোবাইল ফোন এ একই এ্যপলিকেশন সব ধরনের কম্পুটার ও মোবাইল এ নির্ভিগ্নে ব্যবহার করতে পারবেন ও নথি আদান-প্রদান করতে পারবেন। উবুন্টু ফোন ওএস এর বিশেষ বৈশিষ্ট হবে এই ওএস মোবাইল ফোন এর স্কৃন এর প্রতিটি কোন কোন একটি কাজে ব্যবহৃত হবে। ভিডিও দেখুন। ১। https://www.youtube.com/watch?v=MY45H31Qsy0 ২।https://www.youtube.com/watch?v=kXWnMTm7We8 দেখা যাক কি হয়!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।