আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগের দুর্গ উল্টানো দুরের কথা, দুর্গের একটি বালুও সরাতে পারেনি বি,এন,পি জামাত।

i love somewhere blog.

অন্দোলনের চিত্র দেখা বুঝা যায়, জনগনের সমর্তন আছে কি নায়, ১৯৯০ এরশাদ বিরুধী আন্দোলন, ১৯৯৬ সালে বি,এন,পির বিরুদ্ধে আওয়ামীগের আন্দোলন, সর্বশেষ ২০০৬ এ আওয়ামীলীগের আন্দোলনে দেখেছি লক্ষ লক্ষ জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে, সৃষ্টি হয়েছে গণজোয়ার, মাত্র ১ দিনে সৃষ্টি হয়েছে দেশে ডেড লাইন, কোন রকম মারামারি, জ্বালাও পোড়াও ছাড়াই শাস্তপূর্ণ ভাবে সম্পূর্ণ স্তব্দ আর অচল হয়েগিয়েছিল পুরো দেশ।
আবার দেখেছি মিশরের সেনা সরকারের বিরুদ্ধে হাজারো জনতা রাস্তায় নেমে এসেছে সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে।

আবার দেখেছি সিরিয়ায় আছাদ সরকারের বিরুদ্ধে আছাদ বিরুধীর মার্কিন সহয়তায় দীর্ঘ্য ২/৩ বছর যাবৎ র্দুবার আন্দোলন করেও আছাদ সরকারকে ক্ষমতা হতে সরাতে পারেনি , বরং বিরুধীরা পরাজিত হয়ে পালিয়ে গেছে আর আসদ সরকার এখন শান্তিপূর্ণ ভাবে সিরিয়া পুনঘটনকাজে হাত দিয়েছেন। এখন সিরিয়া সম্পূর্ণ শান্তি।

এখন দেখাযাক।

বর্তমানে বি,এন,পি জামাতের চলমান আন্দোলনে জগগণের কতটুকু সমর্তন আছে।

সর্বশেষ বি,এন, পি জামাত ২৯ শে ডিসেম্বর ২০১৩ , ঢাকায় সমাবেশের ঢাকদেন । ঐ দিন খালেদা জিয়া সকল দেশবাসীকে ঢাকায় মার্চ সহকারে হাতে জাতীয় পতাকা নিয়ে যোগ দেবার আহ্বান জানান।
হায় বি,এন,পির আন্দোলনের করুণ চিত্র দেখে হাসবো নাকি কাদঁবো, বুজতে পারতেছিলাম না, খালেদা জিয়ার ঢাকা সাড়া দেয়নি কেউ, বি,এন,পি কার্যালয়ের সামনে সমাবেশ স্থলে মানুষতো দুরের কথা একটি মশা, মাছিও দেখা যায়নি। সত্তি খুবই করুণা হয়েছিল ঐ দিন খালেদা জিয়ার জন্য।

অন্তত একজন সধারণ কর্মীও ছুটে আসেনি খালাদা জিয়ার আহ্বানে।

কি করুণ দৃশ্য।
কোন গ্রামে, শহরে, গঞ্জে ঐ দিন ২৯ শে ডিসেম্বর কোথাও কোন মিছিল পর্যন্ত বের হয়নি। খালেদা জিয়ার আন্দোলন বলতে আছে শিবিরের সন্ত্রাসী কিছু কর্মকান্ড, পোট্রোল বোমা দিয়ে জীবন্ত মানুষ জ্বালিয় হত্যাকরা। হুট করে চোরাগুপ্তা ককটের ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়া।

ব্যাস এইতো বি,এন,পি আন্দোলন।

অহেতুক সাধারণ মানুষ কষ্ট দেওয়া, নিরহ মানুষ জ্বালিয় হত্যা , ছাড়া আর কিছু করতে পারবে না বি,এন,পি। তার প্রমাণ ২৯ ডিসেম্বর সুপার ফ্লপ রোড টু ডেমোক্রেসি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.