আমাদের কথা খুঁজে নিন

   

নাদিয়া বনাম সুপ্রীমকোর্টের আইনজীবি- বিবেক তুমি ঘুমাও!!!

Nothing to say

হেফাজতের সমাবেশে নারী সাংবাদিকের হেনস্থায় দেখুন জাগ্রত বিবেকবানেরা কে কি বলেছিলেন (বিভিন্ন সংবাদপত্র থেকে):

নীল দলের যুগ্ম-আহ্বায়ক ও টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়া বলেন, হেফাজতে ইসলাম নাদিয়ার ওপর বর্বর হামলা চালিয়েছে কারণ তার অপরাধ ছিল সে নারী সাংবাদিক। একজন মুসলমান হিসেবে আমি লজ্জাবোধ করি, একজন নারীর ওপর তারা কী ভাবে এ রকম নগ্ন হামলা চালাতে পারে।
সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, সকল গণমাধ্যমকে নাদিয়ার উপর যে বর্বর হামলা চালানো হয়েছে সে খবর ও ভিডিও প্রচার করতে হবে। এতে মানুষ বুঝতে পারবে ইসলাম রক্ষার নামে হেফাজতে ইসলাম কত নির্মম আচরণ করেছে একজন নারীর ওপর। কেউ নাদিয়াকে সহযোগিতা না করলেও সাংবাদিকতা বিভাগ তাঁর পাশে থাকবে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শাওন্তী হায়দার, ফাহমিদুল হক, সাইফুল হক, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক মশিউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাকিব আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ জায়িফ
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, হেফাজত যে ১৩ দফা দাবি পেশ করেছে তার একটিও বাংলাদেশের সংবিধানের পক্ষে নয়। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ৯০ শতাংশ শ্রমিক নারী। দাবি মানলে দেশের অর্থনীতির চাকা ঘুরবে না।
এ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, নারী সাংবাদিক কেন্দ্রের সহসভাপতি মনোয়ারা মনু, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী বিষয়ক সম্পাদক আইরিন নিয়াজি মান্না


বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনের সময় নারী সাংবাদিকদের মারধরের ঘটনা এমন সময় ঘটানো হয়েছে, যখন নারীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অসামান্য অবদান রেখে চলেছেন । এসব নারীকে গৃহের অভ্যন্তরে বন্দী করে দেশে যে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েমের দাবি উঠেছে তার তীব্র নিন্দা জানানো হয় মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এ বিবৃতিতে।

বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতের অভ্যন্তরে প্রকাশ্যে দুইজন সম্মানিত নারীকে পিটিয়ে, অশালীন আচরণ করার পরও উপরের এইসব তথাকথিত জাগ্রত বিবেকদের চেতনা ঘুমায়! এদের কে কি বলা যায়????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.