আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের স্বভাব

আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়।

ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থ

ধরুন, আপনি একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হলেন। আপনি বলবেন," আরে প্রাইভেট ভার্সিটির চেয়ে ন্যাশনাল ভার্সিটি অনেক ভালো। প্রাইভেট তো টাকা দিয়া সার্টিফিকেট!" কিন্তু এর পরের
বছর আপনার বাবা
আপনাকে প্রাইভেটে ভর্তি
করিয়ে দিল।

তখন আপনি- ই
বলবেন, "প্রাইভেটই ভালো। ন্যাশনালে ৭-৮ বছর লাগে। বুড়ো হবো নাকি?"

আপনি একটা সাধারণ মোবাইল ইউজ করেন। আপনি বলবেন,"মোবাইল তো কথা বলার জন্য। কথা বলতে পারলেই হয়।

বেশি কিছুর কি দরকার!"। কদিন পর যেই আপনি মাল্টিমিডিয়া মোবাইল কিনলেন। তখন সেই আপনি- ই বলবেন," আরে, মাল্টিমিডিয়া মোবাইল না হলে কি চলে!"

আপনার স্বামী বিদেশে থাকে। আপনি হাসিমুখে বলবেন, "বিদেশী স্বামী- ই ভালো। মাসে মাসে টাকা পাঠায়!"।

কদিন পর কোন কারণে আপনার স্বামী বিদেশ থেকে চলে আসতে বাধ্য হলো। তখন বলবেন," আরে, টাকা পয়সাই কি সব? স্বামীকে সুখে দুঃখে পাশে পাই, এটাই তো আনন্দের!"

আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি, তারা আগে ফেসবুক নিয়ে মন্তব্য করতো।
" ওই তুই ফেসবুকে সারাদিন
কি করস, খালি খালি টাইম
নষ্ট। " এখন ওরা ফেসবুক
ইউজ করে নিয়মিত। এখন
বলে,"ফেসবুকে না আসলে
ভাল্লাগে না।

"

.… আমি এখানে কোন পক্ষই নিচ্ছি না। জাস্ট বুঝাতে চাচ্ছি, আসলে মানুষের স্বভাবটাই এরকম। নিজের অবস্থানের পক্ষে কত যে হাস্যকর যুক্তি উপস্থাপন করে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.