রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে ফের দেখা করেছে বিএনপির সংসদীয় প্রতিনিধি দল। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন তারা। শুক্রবার বেলা সোয়া তিনটায় বঙ্গভবনে যান বিএনপির এমপিরা।
চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মোহাম্মদ হারুনুর রশীদ, এবিএম আশরাফ উদ্দিন নিজান, নাজিমউদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি ও রাশেদা বেগম হিরা এমপি।
এর আগে বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার বিষয়ে কথা বলতে সাক্ষাতের জন্য রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে সময় চান বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
এছাড়া একই প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সংসদ সদস্যরা।
পরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বিফ্রিং করেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। সে সময়ই রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে দেখা করতে সময় চাওয়া হয়েছে বলে তিনি জানান।
জয়নুল আবদীন ফারুক বলেন, ‘সংসদ বহাল থাকা অবস্থায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে কেন, কী কারণে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার ব্যাখ্যা দাবি করে এবং এই অবরুদ্ধতার অবসানে স্পিকারের হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন।
’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।