যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।
পৃথিবীর কিছু মানুষ অন্ধকারের আশীর্বাদপুষ্ট। মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারের চারণভূমি। পাপ ও পুন্যের চাষবাস করে ওরা বুঝি।
আমি কারনে অকারনে অন্ধকারের কাছে যাই। ওরা অনেক গভীর। রহস্য ধারন করে বাঁচে বুকের ভেতর। অন্ধকারে শৃঙ্খল, অন্ধকারেই মুক্তি। অন্ধকারের কালো একটা চাদর আছে।
চাদরটা সুন্দর। আমাকে কি আলগোছে জড়িয়ে রাখে, মা এর মতো। অন্ধকার কমে গেলে আমার ভালো লাগে না, বাবা। কমে যাওয়া জায়গাটা দখল করে নেয় অদ্ভুত বিষণ্ণতা।
তোমারও বুঝি স্কন্ধকাটা
এই ব্রিজটির সত্যিই কোন পরিচয় নাই, নামধামহীন
তবে অনেক অন্ধকার আছে
জমাটবাধা,
অন্ধকার দেখে ওকে চেনা যায়,
তবু কেউ খুঁজে পায়না-
আমি কবে থেকে এখানে দাড়িয়ে আছি,
জানো-
বাবা,
ক্যামন মাছের মতো তড়পাতে তড়পাতে
মারা গেছে বাদুরটা; ক্ষুদ্রাতিক্ষুদ্র
শিরশিরে একটা অনুভুতি,
উড়ে গেছে শীর্ণ-শুকনো আত্মাটার সাথে;
আর,
ওর চোখ দুটো আজও থেমে আছে,
এখানে
ক্যামন জ্বলে, কয়েকটা জোনাকি পোকার সাথে
আমার আশেপাশে, অন্ধকারে-
বেঁচে থাকে ওরা,
আমাকে গ্রাস করে ম্লান আলোরা,
কিভাবে য্যানো, বুঝিনা-
তারপর ক্লান্ত হয়ে,
আমি বুভুক্ষের মতো শুষে নিয়েছি ওদের,
এখানে
কেউ আসবে না কখনো,
আমি জানি-
তোমাকে বলি চুপিচুপি
বাবা,
তোমাকে ভেবে
আমার ভেতর থেকে উঠে আসে
কত কথা- অসংখ্য শব্দ,
তারপর কিভাবে য্যানো
ওরা এলোমেলো হয়ে যায়,
জানো,
নিকষ কালো মহাকাশে
নক্ষত্ররা আজও করে ঘোরাফেরা
অসহ্য,
ওদের কোনভাবে মুছে দিতে পারো?
আমি কতো কাল ধরে দাড়িয়ে আছি
এখানে, অন্ধকার কমে গেলেও
এক দলা অন্ধকার হয়ে থাকি আমি,
তোমার নিঃসঙ্গতা, আমার গায়ে চাদরের মতো জড়িয়ে
বাবা,
তুমি
ক্যামন আছো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।