বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার মধ্যে দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি চলছে। রবিবার দশম জাতীয় নির্বাচন ঠেকাতে শনিবার ভোর থেকে অবরোধ কর্মসূচির পাশাপাশি এ কর্মসূচি দিয়েছে ১৮ দল।
হরতাল চলাকালে ফেনী জেলার ছয়টি ভোটকেন্দ্রসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেশকিছু স্থানে গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। শনিবার সকালেই সাভার এলাকায় অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুরের ঘটণা ঘটেছে।
এদিকে হরতাল চললেও রাজধানীর বিভিন্ন এলাকায় সকালেই দোকানপাট খুলতে দেখা গেছে। তবে আগের অবরোধের দিনের তুলনায় গণপরিবহন কম চলতে দেখা গেছে।
তবে নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বলেছে, নাশকতার বিষয় বিবেচনায় রেখে আইন শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, কমিশন শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে সব জায়গায় ব্যালট পেপার পৌঁছে গেছে।
ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেত্রী খালেদা জিয়া অভিযোগ করেছেন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি সকলের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি অবরুদ্ধ বা আটক নন। তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।