আমাদের কথা খুঁজে নিন

   

বাগেরহাটে ১৩৭ কেন্দ্রের ১১৮টি ঝুঁকিপূর্ণ

বাগেরহাট-৪ আসনে (মোরেলগঞ্জ ও শরণখোলা) ১৩৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১১৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ৭২টি।

বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. শুকুর আলী জানান, বাগেরহাট-৪ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৬৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩২৪ এবং নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৩৪৪ জন।

আগামীকাল রবিবার ভোটগ্রহণের জন্য ১৩৭টি ভোটকেন্দ্রের ৬৭৮টি বুথে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ভুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রের জন্য সাধারণ কেন্দ্রের চেয়ে দ্বিগুন নিরাপত্তা রক্ষীসহ জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পুলিশি টহল, মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী স্টাইকিং ফোর্স হিসেবে থাকবে।

বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে ছয়জন পুরুষ আনসার, চারজন নারী আনসার, একজন পিসি, একজন এপিসি ও তিনজন পুলিশ সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। এ আসনে ভোটযুদ্ধে আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন (নৌকা)।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার (ঘড়ি), পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম খান (আনারস) ও বিএনএফের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন (টেলিভিশন)।

এ আসনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের অপর দুই বিদ্রোহী প্রার্থীর হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।