পাকিস্তানে জ্যেষ্ঠ তালেবান নেতা মোল্লা নাজির যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন। হামলায় তার পরবর্তী নেতাসহ আরো ৮ জঙ্গি নিহত হয়েছে বলে গোয়েন্দাসূত্রে জানা গেছে।
ওয়াজির গোত্র থেকে আসা মৌলবি নাজির ওয়াজির ওরফে মোল্লা নাজির অত্যন্ত গুরুত্বপূর্ণ তালেবান নেতা ছিলেন। মোল্লা নাজির বুধবার রাতে আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের রাজধানী ওয়ানার নিকটবর্তী আঙ্গর আদ্দার একটি বাড়িতে ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।
সাতটি গোয়েন্দাসূত্র ও তার ওয়াজির গোত্রের দুই স্থানীয় অধিবাসীও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
তার ডেপুটি রাত্তা খানও হামলায় নিহত হয়েছেন বলে তিনটি সূত্র নিশ্চিত করেছে।
এরআগে ২০১২ সালের নভেম্বরে মোল্লা নাজির দক্ষিণ ওয়াজিরিস্তানে আত্মঘাতী বোমা হামলায় আহত হন। দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় এক কিশোর বয়সী ছেলে মোল্লা নাজিরের গাড়ির কাছে আত্মঘাতী ওই বিস্ফোরণ ঘটায়।
ইতোপূর্বে মোল্লা নাজিরের বিরুদ্ধে আফগানিস্তানে তালেবানের সমর্থনে বিদেশি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যোদ্ধা পাঠানোর অভিযোগ রয়েছে। কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর কোনো আগ্রহ তার দিক থেকে ছিল না।
ওই হামলায়, মোল্লা নাজির সামান্যই আহত হয়েছিলেন বলে জানা যায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে দ্রুত বের হয়ে যান। অন্যান্য তালেবান নেতাদের সঙ্গে বিরোধের জেরে তার ওপর ওই হামলা চালানো হয় বলে ধারণা প্রচলিত আছে।
এরআগেও মোল্লা নাজিরের প্রাণনাশে হামলা হয়েছিল।
২০০৭ সালে পাকিস্তানের দুর্গম উত্তর-পশ্চিমাঞ্চলে তার গোষ্ঠী উজবেক জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালায়।
সপ্তাব্যাপী ওই হামলায় নিজের দলের ১৩ জন নিহত হলেও ২০ উজবেগ জঙ্গিও তাতে প্রাণ হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।