আমাদের কথা খুঁজে নিন

   

ভোটের আগেই কেন্দ্র ব্যালটে আগুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যাওয়ার পথে হামলা চালিয়ে ব্যালট পেপার ও বাঙ্সহ যাবতীয় সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির ক্যাডাররা। গতকাল বিকাল ৪টার দিকে সাদুল্যাপুর-ঠুঠিয়াপুকুর সড়কের কুঞ্জমহিপুর বান্নীর টেকানির মোড়ে এ ঘটনা ঘটে। কুমিল্লার মনোহরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ইউনিয়ন যুবদলের সভাপতিসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে বছরের দ্বিতীয় দিনে নতুন চকচকে বই পেয়েছে খুদে শিক্ষার্থীরা।

আগামীকাল এই বই নিয়ে তাদের প্রিয় স্কুলে যাওয়ার কথা। ছোট্ট বুকে নানা স্বপ্ন এঁকে তাদের এই স্কুলে আসার কথা। কিন্তু তার আগেই দেশের রাজনীতির আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে তাদের প্রিয় স্কুলে। পুড়িয়ে দেওয়া হয়েছে চেয়ার, বেঞ্চ, বেড়া সবকিছু। পুড়ে গেছে ভোটকেন্দ্রের চেয়ার, বেঞ্চ, টেবিল, বুথের চাটাইসহ অন্য আসবাব।

ছোট্ট এই শিক্ষার্থীরা এখন সংকিত কতদিন পড়ে তারা তাদের এই নতুন বই নিয়ে স্কুলে যাওয়া হবে। আজ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বেশির ভাগ ভোট কেন্দ্রই এসব স্কুলে। এই ভোটকেন্দ্রকে ঘিরে গত ৪৮ ঘণ্টায় ৩৪টি জেলায় অন্তত ১২৫টি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে প্রশাসন থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচন বিরোধীরা এ আগুন লাগিয়েছে।

আগুনে শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় শিক্ষাকার্যক্রম পরিচালনা এবং ক্লাসে পাঠদান ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, অভিভাবকরা। শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও সাধারণ মানুষ। আগুন দেওয়ার এসব ঘটনাকে ঘৃণিত কাজ বলে আখ্যায়িত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'নির্বাচন প্রতিরোধের নামে পেট্রল ও গান পাউডার দিয়ে স্কুল-কলেজ-মাদ্রাসা যারা পুড়িয়ে দিচ্ছে তারা সভ্যতার শত্রু। জাতি এদের ক্ষমা করবে না। ' তিনি মন্তব্য করেন, 'স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরসহ বিএনপি জোট নির্বাচন ঠেকানোর নামে একেকটি এলাকার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ও উন্নয়নের প্রাণকেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিচ্ছে।

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে এসব প্রতিষ্ঠান ধ্বংস করছে। তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। ' এদিকে নিজের প্রিয় স্কুলে পোড়া দেখে ছোট শিক্ষার্থীদের চোখে ছিল পানি। এলাকাবাসীও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

আমাদের নিজস্ব প্রতিবেদক, ও প্রতিনিধিদের পাঠানো খবর-

গাইবান্ধা : সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যাওয়ার পথে হামলা চালিয়ে ব্যালট পেপার ও বাঙ্সহ যাবতীয় সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির ক্যাডাররা। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাদুল্যাপুর গার্লস কলেজের উপাধ্যক্ষ শফিকুল আলম জানান, দুপুর আড়াইটার দিকে পুলিশ আনসার ও অন্যান্য কর্মকর্তাকে নিয়ে ব্যালট পেপার, বাঙ্ ও অন্যান্য সরঞ্জামসহ সাদুল্যাপুর উপজেলা পরিষদ থেকে ভোট কেন্দ্র অভিমুখে রওনা হই। পথে ওই স্থানে জামায়াত-শিবিরের ৩০-৪০ জন ক্যাডার অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের মারপিট করে। পরে ব্যালট পেপার ও বাঙ্সহ যাবতীয় সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। পুলিশ সদস্যের মোবাইল ফোনটিও কেড়ে নেয় হামলাকারীরা।

সাদুল্যাপুরের ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুনরায় ব্যালট পেপার ও বাঙ্সহ অন্যান্য সরঞ্জাম ওই কেন্দ্রে পাঠিয়ে রবিবার ওই কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

এদিকে পলাশবাড়ী উপজেলার ৬টি গাইবান্ধা সদরের ১টি এবং সুন্দরগঞ্জ উপজেলায় ১টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোট কেন্দ্রগুলো হলো গাইবান্ধা সদর উপজেলার তিনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশবাড়ীর মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্রামগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, বড় গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর উচ্চবিদ্যালয় এবং সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ গার্লস হাইস্কুল। কুমিল্লা : মনোহরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ইউনিয়ন যুবদলের সভাপতিসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া হামলায় পুলিশ ও আনসারের ২ সদস্য আহত হয়। এদিকে কুমিল্লার সদর, লাকসাম, বুড়িচং এবং মুরাদনগরের ১১টি ভোট কেন্দ্রে অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, লাকসামের ধামৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতাকরা উচ্চবিদ্যালয়, শালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিকনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আউশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোমড়ার ডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগি্নসংযোগ করা হয়।

রংপুর : আটটি স্কুলে অগি্নসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, শনিবার মধ্যরাতের পর থেকে রংপুর-৩ (সদর) আসনে নগরীর পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কেলপুর উচ্চবিদ্যালয় এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে পত্নীতলা উচ্চবিদ্যালয় ও ভেণ্ডাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগি্নসংযোগ করে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসী ও নৈশপ্রহরীরা টের পাওয়ায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি। রাজশাহী : চারঘাটের সারদা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সারদা উচ্চবিদ্যালয়, শলুয়া ডিগ্রি কলেজ ও কালাবিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গত শুক্রবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসব প্রতিষ্ঠান আজ ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কথা। এ ছাড়া রাজশাহী নগরে একটি ট্রাক ও চেতনা-৭১ কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। নগরের রাজপাড়া থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বরিশাল : বরিশাল জেলার দুটি নির্বাচনী এলাকার কয়েকটি ভোট কেন্দ্র অগি্নসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী এবং বাবুগঞ্জের ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে। মানিকগঞ্জ : শিবালয় উপজেলায় নিহালপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয় দুটির টিনের বেড়া ও আসবাবপত্র পুড়ে গেছে। শেরপুর : সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গনুইঘরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাচীরখামার ইউনিয়নের কাজীরখামার উচ্চবিদ্যালয়ে গত শুক্রবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে দুর্বৃত্তরা আগুন দেয়। নাটোর : সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এতে ওই কেন্দ্রের দুটি কক্ষের দরজা-জানালা পুড়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, 'কারা ঘটনাটি ঘটিয়েছে, তা আমরা জানতে পারিনি। ' ঝিনাইদহ : শৈলকুপায় একটি ভোট কেন্দ্রে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে পৌর এলাকার ললিত মোহন ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

শৈলকুপা থানার ওসি আশরাফুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নেত্রকোনা : সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার আহমেদ জানিয়েছেন, উপজেলার চন্দনকান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পিরোজপুর : মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আজ ভোররাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়। আগুনে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের দুটি দরজা পুড়ে গেছে।

বরগুনা : গতকাল রাতে বরগুনা সদরের লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে লতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আরপাঙ্গাশিয়া থেকে মানিকঝুরি পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে অবরোধ-সমর্থকেরা। বগুড়া : বগুড়ার আটচটি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। শাজাহানপুর উপজেলার শহীদ জিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গতকাল রাত সাড়ে ৯টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। নন্দীগ্রাম উপজেলার বুরোইল ইউনিয়নের রিধইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গত শুক্রবার দিবাগত রাতে আগুন দেয় দুর্বৃত্তরা।

কাহালু উপজেলার কল্লাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার রাত ৮টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ১১টার পর গাবতলী উপজেলার নাড়ুমালা ইউনিয়নের মধ্যকাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাগইল ইউনিয়নের চক কাগোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। কুষ্টিয়া : কুষ্টিয়া-৩ (সদর) নির্বাচনী এলাকার আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাব পুড়ে গেছে। এ ছাড়া রাত সাড়ে ৮টা থেকে ৫ মিনিটের ব্যবধানে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

রাত সাড়ে ৯টার দিকে ভেড়ামারায় লালন শাহ সেতুর কাছে পানবোঝাই পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়া : জেলার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষে গতকাল ভোর ৫টার দিকে আগুন দেওয়া হয়েছে। এতে আসবাব পুড়ে গেছে। নীলফামারী : ডোমার উপজেলায় গত শুক্রবার রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের বটতলী মাদ্রাসা কেন্দ্র, বামুনিয়া ইউনিয়নের বারবিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সদর ইউনিয়নের চিকন মাটি ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া রাত সোয়া ৯টার দিকে ডোমার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

ফেনী : সোনাগাজীতে শুক্রবার রাতে তিনটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি উপস্বাস্থ্য কেন্দ্র (হাসপাতাল) ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে গেছে। এগুলো হলো মঙ্গলকান্দি ইউনিয়নের মঙ্গলকান্দি উপস্বাস্থ্য কেন্দ্র, চর দরবেশ ইউনিয়নের বাগিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নবাবপুর ইউনিয়নের গুয়ালিয়া গ্রামের অন্নদাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। লক্ষ্মীপুর : রামগঞ্জ ও রামগতি উপজেলার (লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪ আসন) সাতটি ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা গত শুক্রবার গভীর রাতে আগুন দিয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে_ মধ্য সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউলীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফরিদপুর : ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) সংসদীয় এলাকার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে গত শুক্রবার রাত ১০টার দিকে অগি্নসংযোগের ঘটনা ঘটে। আগুনে ওই কেন্দ্রের একটি কক্ষের ছাদের সিলিং ও দুটি ব্ল্যাকবোর্ড পুড়ে গেছে। এদিকে ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্যাহর একটি নির্বাচনী ক্যাম্পে রাতে অগি্নসংযোগের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশিদ। যশোর : যশোর-৫ (মনিরামপুর) আসনের মনিরামপুর পৌর এলাকার মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিজয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্যামকুড় ইউনিয়নের লাউড়ি মাধ্যমিক বিদ্যালয় এবং যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) আসনের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের কয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজমপুর মাদ্রাসায় শুক্রবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। টাঙ্গাইল : টাঙ্গাইল-৫ (সদর) ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের চারটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এগুলো হলো সদর উপজেলার ঢেলি করটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র ও পরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ময়মনসিংহ : গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান জানান, গৌরীপুর উপজেলার পুবাইল আদর্শ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের চারটি কক্ষে শুক্রবার রাতে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের করিমগঞ্জ উপজেলায় শুক্রবার রাতে তিনটি ভোট কেন্দ্রে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। দিনাজপুর : দিনাজপুরে পাঁচটি ভোট কেন্দ্রে মধ্যরাতে অগি্নসংযোগ করেছে দুর্বৃত্তরা এবং গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে স্বাদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় ও পার্বতীপুর হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোট কেন্দ্রগুলো হলো, দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ হাইস্কুল, বড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল, স্বাদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় ও পার্বতীপুর হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সাতক্ষীরা : সদর উপজেলার জামায়াত অধ্যুষিত আগদাঁড়ি ইউনিয়নের গদাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার খবর জানার পর এলাকাবাসী তাৎক্ষণিক উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনে নিভিয়ে ফেলে। সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে শুক্রবার গভীর রাতে তিনটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৫টি কক্ষ পুড়ে গেছে। স্কুলগুলো হলো- দৌলতপুর ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা সদরের দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ধর্মপাশা উপজেলার তিনটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোট কেন্দ্র তিনটি হচ্ছে, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের ষরিশাম ও শেলবরষ ইউনিয়নের বরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। সিলেট : সিলেটে তিনটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এগুলো হলো, জেন্তাপুর উপজেলার জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয় ও তুবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওসমানীনগর থানার খাসিকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়। পটুয়াখালী : মাদারবুনিয়ার ৪৬ নং মধ্য নন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে দাসপাড়া স্কুলে দুর্বৃত্তদের দেয়া আগুনে স্কুলের ছাউনি পুরে গেলেও অন্য আসবাব পত্রের কোনো ক্ষতি হয়নি বলে ওসি জানায়। চাঁপাইনবাবগঞ্জ : শনিবার গভীররাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুটি ভোট কেন্দ্র নিজামপুর বিনোদবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাচোল হযরত মুন্সী উচ্চবিদ্যালয় কেন্দ্রে আগুন দেয় বিরোধীরা। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে রাত সাড়ে ৭টার দিকে নাচোল স্টেশন ককটেল বিস্ফোরণকালে দুই শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। ভোলা : দৌলতখান মধ্য চরশুভি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুক্রবার গভীর রাতে এবং ভোলা-৩ নির্বাচনী আসানের লালমোহন রমাগঞ্জ ১নং পুর্ব চরউমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার দুপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অপর দিকে শনিবার সকালে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। শুক্রবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে জেলা যুবলীগের আহ্বায়ক ভোলার পৌরমেয়র মনিরুজ্জামান মনিরের যুগীরঘোলস্থ ব্যবসায়িক কার্যালয়ে। বাগেরহাট : মোরেলগঞ্জের খাওলিয়া ইউনিয়নের মধ্য বড়পরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কিছু আসবাবপত্র পুরে গেছে। মৌলভীবাজার : কুলাউড়া-২ নির্বাচনী এলাকাধীন কমলগঞ্জের আলীনগর ইউপির ছলিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার ভোররাতে দরজা লক্ষ্য করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে দরজার কিছু অংশ পুড়ে যায়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।