আমাদের কথা খুঁজে নিন

   

আবারও মামলায় ফেইসবুক

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার স্যান হোসে ফেডারেল কোর্টে দায়ের করা ওই মামলায় বলা হয়েছে ফেইসবুক ব্যবহারকারী সাইটটির ব্যক্তিগত মেসেজ সেবা ব্যবহার করে অন্যকে কোনো ওয়েবসাইট লিংক পাঠালে ফেইসবুক সে ব্যবহারকারীর ওয়েব কার্যকলাপ সংক্রান্ত একটি প্রোফাইল তৈরি করে।
অভিযোগে আরও বলা হয়েছে, ফেইসবুক মুনাফা বৃদ্ধির লক্ষ্যে ডেটা সংযোগকারী, বিজ্ঞাপনদাতা এবং বিপণনকারীর সঙ্গে গ্রাহকদের ব্যক্তিগত এ ডেটাগুলো শেয়ার করে এবং প্রতিষ্ঠানটি নিয়মতান্ত্রিকভাবে এই কাজটি করে থাকে। এ প্রসঙ্গে ফেইসবুক মন্তব্য করেছে এটি অনুপযোগী একটি অভিযোগ। তারা আরও জানিয়েছে, তারা তাদের সব শক্তি প্রয়োগ করে নিজেদের রক্ষা করবে।
মামলায় ফেইসবুকের এ কর্মকাণ্ডটির জন্য জরিমানাও দাবি করা হয়েছে। দুটি উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জরিমানা দিতে পারবে। হয় ফেইসবুককে গ্রাহক প্রতি ১০ হাজার ডলার করে দিতে হবে। আর নাহয় যে যে দিন এ কাজটি করা হয়েছে সেসব দিনের জন্য একশ’ ডলার করে জরিমানা গুণতে হবে প্রতিষ্ঠানটির।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.