ঘরের মাঠ সান সিরোয় পাল্টা আক্রমণ থেকে ৩৫ মিনিটে দলকে এগিয়ে দেন ব্রাজিলের কাকা। মিলানের জার্সিতে এটা ছিল কাকার শততম গোল।
৬৫ মিনিটে স্বদেশী ফরোয়ার্ড রবিনিয়োর পাস থেকে দ্বিতীয় গোল করেন কাকা। দুই মিনিট বাদে কাকার পাস থেকেই দলের তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার ব্রায়ান ক্রিসতান্তে।
সেরি আয় ১৮ বারের চ্যাম্পিয়ন মিলান চলতি মৌসুমে বারবার হোঁচট খেয়েছে।
দুটি ড্র ও চির প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে গত ম্যাচে হেরে যাওয়ার পর এই জয় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে জনপ্রিয় দলটিকে।
১৮ ম্যাচ শেষে মিলানের পয়েন্ট ২২। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দুই ও তিন নম্বরে থাকা রোমা ও নাপোলির পয়েন্ট যথাক্রমে ৪১ ও ৩৯।
এছাড়া অন্যান্য ম্যাচে কাতানিয়া ২-০ গোলে বোলোনিয়াকে, জেনোয়া ২-০ গোলে সাসসুয়োলোকে, পার্মা ৩-১ গোলে তুরিনোকে এবং হেলাস ভেরোনা একই ব্যবধানে উদিনেসেকে হারিয়েছে।
সেরি আয় দিনের প্রথম ম্যাচে নাপোলি ২-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।