আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপ এখনি শুরু করা দরকার: সিপিবি

ভোটের আগে দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপিকে সমঝোতায় রাজি করাতে উদ্যোগ চালিয়ে ব্যর্থ বামপন্থী দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ সোমবার এক বিবৃতিতে এই তাগিদ দেন।

আওয়ামী লীগের এক সময়ের মিত্র দল সিপিবি মনে করেন, রোববারের ‘একতরফা’ ও ‘পোকা-খাওয়া’ নির্বাচনে সঙ্কট ঘনীভূত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “অবিলম্বে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। নির্বাচনকালীন সরকার সম্পর্কে ঐকমত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে সব দলের মধ্যে সংলাপ শুরু করতে হবে।”

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সংলাপে রাজি থাকার কথা জানিয়ে তা শুরুর ক্ষেত্রে বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার শর্ত দিয়েছেন।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাল্টা প্রস্তাবে নির্বাচন বাতিলের শর্ত দিয়েছেন।

বর্তমান অবস্থা চললে সরকার আরো ‘নিপীড়ক’ ও ‘স্বৈরাচারী’ হয়ে উঠবে আশঙ্কা প্রকাশ করেন সিপিবি নেতারা। অন্যদিকে বিএনপি আরো বেশি করে জামায়াত-শিবিরসহ উগ্র-সাম্প্রদায়িক শক্তির হাতে জিম্মি হয়ে পড়বে বলেও তাদের শঙ্কা।

সিপিবি নেতারা নির্বাচন ব্যবস্থা সংস্কার করে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’ প্রবর্তন এবং ‘না’ ভোট চালুর দাবিও জানিয়েছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।