আমাদের কথা খুঁজে নিন

   

দরপতনের পর দিন ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

দরপতনের এক দিন পরই ঊধর্্বমুখী হয়েছে পুঁজিবাজার। গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) সূচক ৩৪ পয়েন্ট ও লেনদেন বেড়েছে আগের দিনের চেয়ে ১৫০ কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) সার্বিক সূচকও বেড়েছে।

জাতীয় নির্বাচনের পর দিন শেয়ারবাজারে বড় দরপতনের ঘটনা ঘটে। অনিশ্চয়তার মধ্য নির্বাচনের পর দিন মতিঝিলে বিভিন্ন ব্রোকারেজ হাউস বিনিয়োগকারীশূন্য ছিল প্রায়।

দ্বিতীয় দিনে তা স্বাভাবিক অবস্থা লক্ষ্য করা যায়। ফলে সূচকের ঊধর্্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। দিন শেষে ডিএসইএঙ্ ব্রড সূচক ৩৪ বেড়ে ৪ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৫৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে যা প্রায় দেড় শ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৪৬টির ও অপরিবর্তিত ছিল ২৮টির শেয়ার দর।

লেনদেনের শীর্ষে ছিল সামিট পূর্বাচল, গোল্ডেন সন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, জেনারেশন নেঙ্ট, অ্যাপেঙ্ এডালচি, অরিয়ন ফার্মা, অ্যাপোলো ইস্পাত, বিইডিএল ও গ্রামীণফোন। সিএসইর সার্বিক সূচক ৯৭ বেড়ে ১৩ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৫ কোটি টাকার শেয়ার।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.