আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটি অনুযায়ী, মোহাম্মদ নাসিম ও নূহ-উল-আলম লেনিন সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন। এ থেকে বাদ পড়েছেন মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন এবং রাজিউদ্দিন আহমেদ রাজু। তাদের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
সভাপতিমণ্ডলীর ২টি পদ খালি রাখা হয়েছে।
আগের কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেনকে কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে। ওই পদে শিরিন শারমিন চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আবুল হোসেনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি এবং জাহাঙ্গীর কবির নানক বহাল রয়েছেন।
আর সাংগঠনিক সম্পাদক সব পুরোনোরাই রয়েছেন।
তবে প্রচার সম্পাদক পদে আগের কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাছান মাহমুদকে দেয়া হয়েছে। কিন্তু তার পদে এখনো কেউকে দেয়া হয়নি।
কেন্দ্রীয় কমিটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি ও কনিষ্ঠ সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল হয়।
ওইদিনই কাউন্সিলররা শেখ হাসিনাকে সভানেত্রী ও সৈয়দ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে। কাউন্সিলরা নতুন পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব শেখ হাসিনা ও আশরাফকে দেয়।
এর ৪ দিন পর বুধবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। খবরের সূত্র এই লিংকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।