প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান হয়েছেন জ্যানেট ইয়েলেন। প্রতিষ্ঠানটির ১০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী সর্বোচ্চ পদ পেলেন।
রিপাবলিকান দলের সদস্যরা ‘না' ভোট দিলেও ৫৬-২৬ ভোটে অর্থ বাজারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারপার্সন হয়েছেন তিনি।
বেশ কিছুদিন ধরে পালন করে আসছেন ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ারপার্সনের দায়িত্ব। অবশেষে বিদায়ী চেয়ারপার্সন বেন বারনানকের স্থলাভিষিক্ত হয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি।
প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পাবার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে শুরু হয়েছে তার তুমুল প্রশংসা। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ বিশ্বের অর্থ বাজারের প্রভাবশালী নারী হিসেবে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, আইএমএফ-এর চেয়ারম্যান ক্রিস্টিন লাগার্দের পাশেই রেখেছে তাকে।উল্লেখ্য, ৬৭ বছর বয়সি জ্যানেট অর্থনীতিতে ডক্টরেট করেছেন, শিক্ষকতা করেছেন যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে, এক সময় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপদেষ্টাও ছিলেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।