ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিবাচক কথাবার্তা হয়েছে বলে জানালেন তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। গতকাল সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।
বৈঠক শেষে চন্দ্রবাবু নাইডু জানান, ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। পাশাপাশি তেলেঙ্গানা বিল নিয়েও এদিন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের পক্ষে থাকলেও অতি দ্রুত ইউপিএ সরকার এই সিদ্ধান্ত নেওয়ায় তার কড়া সমালোচনা করেছেন টিডিপি চিফ।
দ্বিতীয় ইউপিএ-র আমলে শেষ সংসদ অধিবেশনে পৃথক তেলেঙ্গানা বিল পাশ করাতে সচেষ্ট কেন্দ্র। এই পরিস্থিতিতে চন্দ্রবাবু নাইডু মমতাকে কী বার্তা দিলেন তা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠলেও আপাতত মুখ বন্ধ রেখেছেন তৃণমূল নেতারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।