আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের পরে ভাই-বোন পর হয়, শালা-শালী আপন হয় কেন?

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

বিয়ের পরে ভাই-বোন পর হয়, শালা-শালী আপন হয় কেন?

এক বিবাহিত ভদ্রলোক দুবাইতে থাকেন। বাংলাদেশ থেকে ওনার প্রিয় শালাদেরকে ভিসা দিয়ে নিয়ে এসে দুবাইতে বিভিন্ন কোম্পানীতে কাজ দেন। ভদ্রলোকের ছোট ভাই অনেক বছর ধরে দেশে বেকার। একবার আমাকে আপসোস করে বলেছিল, আমি যদি আমার ভাইয়ের ভাই না হয়ে শালা হতাম তাহলে আমাকেও বিদেশ নিয়ে যেত। ওনার এই কথাটা আমি এখনো মনে রেখেছি।



অপ্রিয় হলেও সত্য যে, বিয়ের পরে কিছু কিছু মানুষ দ্রুত বদলাতে থাকে। কোন এক অদৃশ্য শক্তির ইশারায় নিজের ভাই-বোনদেরকে পর ভাবতে শুরু করে। বিভিন্ন কারনে-অকারনে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে এক সময় ভাই-বোনদের সাথে দুরত্ব বাড়তে থাকে। তখন শালা-শালীরা হয়ে উঠে আপনজন। তাদের জন্য সব কিছু উজাড় করে দিতে পারলেই নিজেকে ধন্য মনে করে।

অনেকে নিজের ঘর ছেড়ে শশুরবাড়ীর লোকজনদের সাথে বসবাস করে।

এই কাজটি যারা করে তাদের মনে রাখা উচিত যে, বিয়ের আগে ভাই-বোনদের সাথে মিলেমিশে সুখে-দুঃখে একাকার হয়ে বসবাস করার স্মৃতি খুব সহজে ভুলে যাওয়া ঠিক নয়। বিয়ের পরে ও ভাই-বোনদেরকে নিয়ে সুন্দরভাবে একত্রে বসবাস করা উচিত। সংসারে সামান্য ভুল-বুঝাবুঝি থাকতেই পারে। হাসি-মুখে সমাধান করলে কোন সমস্যা থাকার কথা নয়।



নিজের বেকার ভাইয়ের কর্মসংস্থান করে অবিবাহিত বোনকে বিয়ে দিয়ে তারপর নিজের প্রিয় শালা-শালীদেরকেও সেবা দেয়া যেতে পারে। এতে করে পরিবার-আত্বীয়-স্বজন ও সমাজে মান-মর্যাদা আরো বাড়বে। আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে বুঝার তওফিক দান করুন। আমিন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।