আমাদের কথা খুঁজে নিন

   

মৌমাছি মন, যখন তখন, উড়ো উড়ি, নিজ বাতাসে, যাচ্ছে যখন, আপন ঘুড়ি নিয়মে!! উৎসর্গঃ বাংলা ব্লগারদের যারা যখন খুশি ইচ্ছে মতন ভাবনা ছড়ান ব্লগ আকাশে।

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। গেরস্থালী, ভাবনা মানুষ!! বদ্ধ মাতাল নেই ভালো নেই যাচ্ছে যখন আপন পুরুষ নিয়মে!! নিজের আপন বৃষ্টির মতন যখন খুশি নিজ বাতাসে যাচ্ছে যখন আপন পুরুষ নিয়মে!! ইচ্ছে করেই আপন মানুষ ভাবনা ছড়ায় নিজ বাতাসে!! মৌমাছি মন যখন তখন উড়ো উড়ি নিজ বাতাসে যাচ্ছে যখন আপন ঘুড়ি নিয়মে!! সপ্ন পুরুষ চোখের ধাঁধায় হাল ভাঙ্গে সরাই খানায় যাচ্ছে যখন আপন সময় নিয়মে!! জোনাক আলো উড়ো উড়ো মন আপন পুরুষ ইচ্ছে মতন যাচ্ছে যখন আপন সময় নিয়মে!! ইচ্ছে করেই আপন মানুষ ভাবনা ছড়ায় নিজ বাতাসে!! আমার এবং আমার ভিন্ন অস্থিত্বের চিতান এর অবচেতন মনে লিখা কি কথা ।যে কথাগুলোকে নিয়ে তৈরি হয়েছিল গান রাতের অতিথীদের জন্য। শুভকামনা সবার জন্য।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।