নারায়ণগঞ্জে পিতার কুলখানির অনুষ্ঠান শেষে খাবারে বিষক্রিয়ায় মারা গেছেন আপন দুই ভাই রমজান আলী (১২) ও স্বপন (১৮)। শুক্রবার দুপুরের এ ঘটনায় গুরুতর অসুস্থ তাদের বোন মনিরুননেছাকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন মৃত দুই সহোদরের ভাই তপন সাংবাদিকদের জানান, চার দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) তাঁদের বাবা আবুল হোসেন মারা যান। এ উপলক্ষে তাঁদের বড় ভাই আব্বাস আলীর নারায়ণগঞ্জের জালকুরিতে বাদ জুমা কুলখানির আয়োজন করেন। এর আগে রমজান, স্বপন ও মনিরুননেছা আলু ভর্তা ও টমেটোর সস দিয়ে ভাত খায়। এরপর বিষক্রিয়া দেখা দিলে তারা হঠাত্ অসুস্থ হয়ে পড়ে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা আড়াইটার দিকে রমজান মারা যায়। আধঘণ্টা পরে মারা যায় স্বপন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনেরা মরদেহের ময়নাতদন্ত না করে দাফনের অনুমতির জন্য শাহবাগ থানায় গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।