বৃহস্পতিবার সংসদ ভবনের নবম তলায় এই বৈঠক হবে বলে সংসদের গণসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নবম সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সব সংসদ সদস্যকে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এই বৈঠকের আগে বৃহস্পতিবার সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সাংসদরা। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন।
দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর গত ৫ জানুয়ারি ভোটে নির্বাচিত হয়েছেন ১৩৯ জন। বাকি আটটি আসনে ১৬ জানুয়ারি পুনর্ভোট হবে।
সব মিলিয়ে এবার ২৩১টি আসনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।