আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্জীব চৌধুরি প্রয়াণের দিনটিই হউক মদ/ মাদকের বিরুদ্ধে শপথের দিন.....অত্যধিক মদ্যপান যার মৃত্যুর কারন !!!!

Why does life keep teaching me lessons, i have no desire to learn. নানা আলোচনা আর গানের পসরায় সঞ্জীব চৌধুরি প্রয়াণের দিনটিকে স্মরন করে রাখতে বিভিন্ন আয়োজন ঠিকি হবে.........কেউ কেউ তার বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে দুফোটা চোখের জলও হয়ত ফেলবেন । কেন মরে গেল সঞ্জীব চৌধুরি সেকথাটা কি একটু ভাববেন। আধুনিক প্রগতিশীল ঐসব আলোচকরা একটিবারের জন্যও সেকথা মুখে আনবেননা, কারন তাতে আধুনিকতা ছুটে যেতে পারে হয়ত । এই সমাজে কেউ ভালো কথা বলেনা, কিংবা যারা ভালো কথা বলতে চায় তারা হয়ত সেসুযোগ পায়না । যতসব নস্ট আর নস্টারাই এখন সমাজের বাতি হাতে নিয়ে চলছে।

আমরা এদের নিয়ে মাতামাতি লাফালাফি করি । হউকনা সঞ্জীব আমাদের মন ভোলানো অনেক গান দিয়ে গেছেন , সাথেত এই কথাও সত্য সে একটা মদখোর ছিল। দিনরাত ঐ মদে ডুবে থাকাই তার এ অকাল প্রয়ানের মুল কারন, যার জন্য তার মেয়েটা আজ বাবা হারা, বউটা স্বামী হারা । এমন বাবা কিংবা স্বামী নিশ্ছয় কারো কাম্য হতে পারেনা । সঞ্জীব চৌধুরি প্রয়াণে তাকে স্মরন এটাও এখন এক ধরনের বিজনেস।

নানা স্পন্সরের টাকায় বিভিন্ন সংগীতায়োজন হবে- আবার কিছু লোকের মদ খাবার আয়োজন হবে..........এইত , এর বাইরে আর কিছু নয়। এইত আমাদের মিডিয়া- আমাদের সঙ্গীত জগত ......বড় বড় কথা বলা আর প্ড়চারে যাদের জুড়ি নেই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.