আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক সনেটের নমূনা

ভোররাতে ঘুম ভেঙে যায় ; হৃদযন্ত্র তাঁতের মতোন চলতে থাকে, চোখ বেয়ে প্রপাতের মতো শিশির গড়ায়- কে যেন নিয়ে যায় প্রভুর রাজসভার দুলোকে। দূর থেকে আর দূরে সুদূর কোথায় যেন ভেসে যায় মন ; আলোহীন অšতহীন শূন্যময় এক বায়বীয় জগতে, যেখানে শুধু পাখনায় ভর করে থাকে আমার বিক্ষত প্রাণ- আমি যেন মিশে যাই এক ধাবমান বহমান স্রোতে। ঘুম আসেনা আর চোখে ; ধুক ধুক করে চলতে থাকে শঙ্কিত হৃদয়, যন্ত্রণা নেমে আসে পল্ললবিত মনের শাখে- সারা শরীর কাঁপে যেন ভয়ে আর ভয়। ভোররাতে ঘুম ভেঙে গেলে মনে হলো ফেরেস্তকুল, বাতাসের সাথে ঘুরছে তুমুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।