আমাদের কথা খুঁজে নিন

   

টিভি হাইলাইটস

লাইভ কনসার্টে দেবলীনা

আজ একুশের ফোনোলাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন দেবলীনা সুর দোলা। সংগীতায়জনের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দেবেন তিনি। স্টুডিও কনসার্ট সম্পর্কে দেবলীনা সুর জানান, 'লাইভ সংগীত পরিবেশন করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আশা করছি আজকে একুশে টেলিভিশনের ফোনো লাইভ স্টুডিও কনসার্টে দর্শকদের ভালো লাগে এমন কিছু গান করতে পারব। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।

'

প্রতি শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে একুশের নিয়মিত এই আয়োজনটির প্রযোজনা করেছেন রিয়াজুম মুনির শৈবাল।

 

আনপ্লাগডে বিপ্লব হাসান বিউটি

আজ রাত ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ফিউশন মিউজিকের অনুষ্ঠান 'ম্যাঙ্মিাস আনপ্লাগড'। এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা বিপ্লব ও হাসান। আরও থাকছে এ প্রজন্মের লোকসংগীত শিল্পী বিউটির পরিবেশনা। সম্পূর্ণ অ্যাকুস্টিক যন্ত্রনির্ভর ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে থাকছে ফোক, রক, পপ, আধুনিকসহ বিভিন্ন ঘরানার সংগীতের সংমিশ্রণ।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জাবেদ ইকবাল তপু।

 

৫০তম পর্বে 'কালান্তর'

এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'কালান্তর'র ৫০তম পর্ব। পান্থ শাহরিয়ারের রচনা এবং সৈমো নজরুলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, তারিন, ইন্তেখাব দিনার, সুইটি, বিজরী, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া, বড়দা মিঠু প্রমুখ। হায়দার সাহেব একজন ব্যবসায়ী। এক কথায় বিত্তবান যাকে বলে।

স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়ে ও নাতনীকে নিয়ে তার সাংসারিক জীবন।

 

হোম মেকার অফ দ্যা ইয়ার

গৃহিনীদের নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো 'আরএফএল হোমমেকার অফ দ্যা ইয়ার'র সারভাইভাল রাউন্ড চলছে। আজ ও কাল রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল ২৪-এ প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। উপস্থাপনায় আছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস ও আর জে এহতেশাম। সারভাইভাল রাউন্ডের প্রতি পর্বে বিচারকের দায়িত্ব পালন করছেন দেশের জনপ্রিয় একজন সেলিব্রেটি।

দেশসেরা গৃহিনী হবার লড়াইয়ে সারাদেশের ৯টি জোন থেকে উত্তীর্ণ মোট ৯৬ জন গৃহিনী অংশগ্রহণ করেছেন সারভাইভাল রাউন্ডে। প্রতিপর্বে ১২জন প্রতিযোগী অংশ নেবেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.