রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে খেলার ৬৪ মিনিটের সময় বিতর্কিত ঘটনাটার জন্ম। সে সময় ডি মারিয়ার জায়গায় গ্যারেথ বেলকে মাঠে নামান রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।
মাঠ থেকে দৌড়ে বের হবার সময় দুই পায়ের সংযোগস্থলে হাত রাখায় সমালোচনার মুখে পড়েন ডি মারিয়া। অনেকে এতে আপত্তি জানালেও তার মতে সেটা ছিল স্বাভাবিক একটা ‘অঙ্গভঙ্গি’।
কারো কারো অবশ্য ধারণা, তাকে লক্ষ্য করে বিদ্রুপ করা দর্শক অথবা আনচেলত্তিকে উদ্দেশ্য করে অমন ‘অশোভন’ অঙ্গভঙ্গি করেছিলেন ২৫ বছর বয়সী ডি মারিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।