চট্টগ্রামের আনোয়ারা থানার একটা বিশাল জায়গা জুড়ে গার্মেন্টস শিল্প বানানোর প্রক্রিয়া চলছে। সবার প্রথমেই একটি জুতোর ফ্যাক্টরির কাজ কমপ্লিট হয়। প্রায় চার হাজার মানুষ এখানে কাজ পায়। অন্য আরো কিছু গার্মেন্টস প্রক্রিয়াধীন অবস্থায় আছে। যদি এগুলো কমপ্লিট হতো তবে হয়তো লাখ খানেক মানুষ কাজ পেতো।
বেঁচে থাকার পথ খুঁজে পেতো। কিন্তু তা মনে হয় আর হবে না।
গতকাল (09-01-2014) জুতোর ফ্যাক্টরিতে আগুন দেয়া হয়। পুরে যায় পুরো গার্মেন্টস। সকল যন্ত্রপাতি ও কাঁচামাল।
চাকরি হারায় চার হাজার মানুষ। ভেঙ্গে যায় এখানে চাকরি করার স্বপ্ন দেখা লাখো মানুষের মন। কেননা এর পর আর কোনো কোম্পানি এখানে গার্মেন্টস বানাবার কথা ভাববে না। চলমান প্রজেক্ট ও অবশ্যই বন্ধ করে দিবে। রিস্ক নিয়ে তো আর ব্যাবসা করা যায় না।
আচ্ছা কেনো এই গার্মেন্ট শিল্প গুলো ধ্বংস করে দেয়া হচ্ছে? কারা করছে? কি লাভ এভাবে এই শিল্প ধ্বংস করে? এরা কি একবারও ভেবে দেখেছে যে এরা নিজের দেশটাকেই ধ্বংস করছে? ধ্বংস করছে লাখো মানুষের স্বপ্ন।
দোয়া করি যেনো এদের মাথার সমস্যাটা ঠিক হয়। যেনো তারা বুঝতে পারে তারা কি ক্ষতিটাই না করতেছে।
আর যেনো কোনো গার্মেন্টস শিল্প ধ্বংস না হয়।
(পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত > http://moinsbd.moinsbd.com/?p=20 )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।