দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাল ভোট দেওয়ার অভিযোগে সাজা পাওয়া তিন নারী সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জামিন পেয়েছেন। বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতের বিচারক কাউছার মিয়া তাদের জামিন মঞ্জুর করেন। তারা হলেন কোহিনুর বেগম, জোবেদা বেগম ও নাছিমা বেগম।
আসামি পক্ষের আইনজীবী জানান, জেলা দায়রা জজ আদালতে ওই তিন কর্মকর্তার পক্ষে আপিল করে অন্তর্বর্তী জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, নির্বাচন চলাকালে সরাইলের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট কামাল হোসেন শিকদার প্রিসাইডিং কর্মকর্তা শিকদার শিউলি আজাদ ও আশরাফ উদ্দিনকে ৫ বছর করে এবং কোহিনুর বেগম, জোবেদা বেগম ও নাছিমা বেগমকে তিন বছর করে
কারাদণ্ড প্রদান করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।