আমাদের কথা খুঁজে নিন

   

আফতাব হত্যা: পাঁচজন আটক

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, রোববার রাতে রাজধানীর আগারগাঁও ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক পাঁচ জন হলেন - হুমায়ুন কবির,  হাবিব হাওলাদার, বেলাল হোসেন কিসলু, সবুজ খান ও রাজ মুন্সী।

এদের মধ্যে হুমায়ুন ছিলেন আফতাব আহমেদের গাড়ির চালক।

র‌্যাবের দাবি, অর্থ লুট ও ডাকাতির উদ্দেশ্যে আফতাবকে হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক পাঁচজন।

গত ২৫ ডিসেম্বর রাজধানীর রামপুরায় নিজের বাসায় খুন হন আলোকচিত্র সাংবাদিক আফতাব। পশ্চিম রামপুরার ওই বাসা থেকে পুলিশ তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের পর থেকেই গাড়ি চালক হুমায়ুন পলাতক ছিলেন।   

২০০৬ সালে একুশে পদক পাওয়া আফতাব দীর্ঘদিন ইত্তেফাকের জ্যেষ্ঠ আলোকচিত্রী হিসাবে কাজ করেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।