আমাদের কথা খুঁজে নিন

   

শাফিক আফতাব

........................................ আস্তানার, সবজান্তা শমসের ; ....................................... তোমাদের আস্তানায় কেটেছে কিছুদিন, আতিথেয়তায় ঋদ্ধ করেছিলে আমাকে ; দিনগুলি ছিলো যেন কেমন শিরিণ, ভাসছে আজ বসন্ত বাতাসে ফাঁকে। ইতরের সন্তান এক, সেজেছিলো ভদ্রবাবার ছেলে, পৃথিবীর সবকিছু তার জানা ; সে সবজান্তা শমসের ; সাগরের গভীরে কী আছে ? সে নির্দ্বিধায় যায় বলে ; টাকা চুরি করত সে মানুষের পকেটের। তোমাদের আস্তানায় আমি ছিলাম এক বুড়ো শয়তান, মুখের কপাট বন্ধ রেখেছিলাম ; শত্র“ বাড়বে বলে ; তারপরও জন্মালো সেখানে বান্দরের শাবক একখান ; পুলিশের কনস্টবল বাবাকেই ডাকতে কমিশনার বলে। আস্তানার দিন তবু ছিলো কেমন ভালো আর ফুরফুরের ; তবু কথা মনে হয় সবজান্তা শমসেরের। ০৩.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।