আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার কথা ।। শাফিক আফতাব

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

ভালোবাসার কথা : ভালোবাসায় ছিলো কীটের কামড়, বেশি বাড়লোনা তাই কুমড়ো,
র্জীর্ণ শিশুর মতোন অকালেই নুলো হলো।

তোমার ভালোবাসা অবিশ্বাসের দুষিত বাতাস,
তোমার ভালোবাসা স্বার্থের সুতোয় বাঁধা,
তোমার ভালোবাসা গবাদীর কাম__শিল্পের নান্দনিকতা পেলো না তা,
পেলো, জৈবিকতা যান্ত্রিকতা আর পশুদের প্রজনন।



ভালোবাসা প্রজনন নয়, অবিশ্বাস নয়, স্বার্থ নয়,
ভালোবাসা : প্রজনন, অবিশ্বাস, আর স্বার্থহীন এক অতিলোকিক বায়বীয় প্রকাশ,
হৃদয়ের খুঁপরিতে যার বাস,
যদিও প্রেমের পূর্বশর্ত কাম, তবু প্রেম প্রেমই, কাম থেকে সম্পূর্ণ ভিন্ন,
যদিও কামের দহনে প্রেম হয়, তবু প্রেমের পৃথিবী স্বতন্ত্র
অথচ পশুদের মতোন বন্য নয়।

ভালোবাসবে ? বিশ্বাসকে প্রখর প্রগাঢ় করো,
ভালোবাসবে ? তোমার কাম বাসনাকে শিল্পিত আর মার্জিত করো,
তোমার ভাবনার ভাষাকে করো বিশুদ্ধ রোদের মতোন নির্মল,
হৃদয়কে করো কাশফুলের মতোন শুভ্র
তোমার রক্তে ঢেলে দাও গোলাপের সুবাস, দেখবে ভালোবাসাগুলো কেমন ফুটছে
অবিকল পুষ্পকলি,
তোমার কথা গুলো ছন্দে, অলঙ্কারে, ধ্বনির ব্যঞ্জনায় ভালোবাসার পদাবলি হয়ে গেছে।

তোমার ভালোবাসায় ছিলো অবিশ্বাসের কীট
তাই পেলো না আবহমান সুন্দরের টিকিট।
০৩.০১.২০১৪


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.