আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় উল্কো ভুল্কো করে কে চায়, হ্যাঁয় হ্যাঁয় ধবনিতে কে খায়, আনন্দ উল্লাস ভরে কেবা দেয় মায়া জন্য প্রকৃতির খেলাই নীল সীমানায় কেন? হারিয়ে যায়। দেখছি আর দেখছি সূর্যচন্দ্র একী নিয়মে চলছে চলছে মনের মাঝে নতুন প্রত্যয়ের খেলার ছল ঘুরছে, এক সেকেন্ডো নাকি ফিরেনা আসে যাক না শত মন্দ গ্লানি সব মুছে। যেটুকু সময় মোর আছে জয় পরাজয় থাকি যেনো নিয়ে কিআর হবে অতোশ বাজি ফুটে,স্মৃতির আড্ডায় স্মরণ করি নতুন আলোর দিনে সুগন্ধি ছড়নো,উদ্বুদ্ধ করানো নতুন ফুলের কলি ফুটতে দেই। লেখার তারিখঃ ০১/০১/১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।