আমাদের কথা খুঁজে নিন

   

জনতার দরবার থেকে সরলেন কেজরিওয়াল

অবশেষে আম আদমি প্রধান, দিলি্লর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বলতেই হলো আর জনতার দরবার নয়। এর আগে প্রথমবারের মতো বসা জনতার দরবার বিশৃঙ্খলার কারণে বরবাদ হয়ে যায়। কিন্তু জনতার সঙ্গে সরাসরি দেখা করতে এখনো তিনি সমান আগ্রহী বলে জানিয়েছেন। তবে দিলি্লবাসী তাদের সমস্যা ও অভিযোগের কথা তাকে সরাসরি না বলতে পারলেও এখন থেকে অনলাইনে জানাতে পারবেন। আপপ্রধান জানিয়েছেন, আমরা একটি কল সেন্টার তৈরি করব। চিঠি লিখেও সাধারণ মানুষ তাদের অভিযোগ দায়ের করতে পারেন। এবার থেকে মন্ত্রীদের ছাড়াই সপ্তাহে এক দিন জনতার সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। তবে এবার অনেক সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত হবে। জি নিউজ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।