চট্টগ্রামের মহানগরের হালিশহর থানার বেড়িবাধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২জন পেশাদার ছিনতাইকারী নিহত হয়েছে।আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নাসির (২৫) ও রাজিব (২৫)। তারা পুলিশ হত্যা মামলার আসামি।
হালিশহরের এই বন্দুকযুদ্ধে পুলিশের এক উপরিদর্শক ও দুজন কনস্টেবল আহত হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হত্যা মামলার আসামি নাসির ও রাজিবকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে নাসির ও রাজিবের দল। পুলিশেও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে নাসির ও রাজিব গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং অন্যান্যরা পালিয়ে যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।