উচ্চ মার্গীয় কিছু স্বপ্ন
অকস্মাৎ জীবন থেকে ছিনতাই হয়ে যায়
আর ফিরে আসে না নীড়ে
যেমন ফিরে আসে না শিকারির হিংস্র থাবায় বন্ধি শালিক।
যা কিছু নষ্ট, যা কিছু কর্দমাক্ত
আজ তা সব যেনো দুর্বৃত্ত শিকারির মতো
তাক করে আছে তার সমস্ত হিংস্রতার মায়াজাল।
আর ক্রমশ আমি নিমজ্জিত হই জলন্ত অগ্নিকূণ্ডে।
অথচ এক দিন, তোমরা আমাকে হাত ধরে শিখিয়েছিলে স্বপ্নবোনা
নিয়ে গিয়েছিলে প্রত্যাশার সুউচ্চ চূড়ায়
এখন রাত্রির গাঢ় তমসা আমাকে ঘিরে রাখে
তোমাদের দেয়া স্বপ্নের আকাশ ছেঁয়ে যায় বেদনার কবিতায়
আমার সেই আকাশে এখন আর জোছনা ওঠে না
কেবলই শোনা যায় বেদনার ক্রন্দন মিছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।