আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে বাসের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডা লিংক রোডে বাসের ধাক্কায় মাহবুব (৫০) নামে ঢাকা সিটি করপোরেশনের (দক্ষিণ) এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মাহবুব ঢাকা সিটি করপোরেশনে মাস্টাররুলে কর্মরত ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার জাঙ্গালিয়ায়। তিনি বাড্ডা আদর্শনগর সোহরাব হোসেনের বাসায় ভাড়া থাকতেন।

নিহতের পারিবার জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাস্তা পরিস্কার করার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহবুব আহত হয়। এরপর আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.