আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের মামলায় খোকা আসামি

হরতালের মধ্যে গত রোববার রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে লেগুনায় ছোড়া পেট্রোল বোমায় ছয় জনের আহত হওয়ার ঘটনায় সোমবার রাতে সূত্রাপুর থানায় এই মামলাটি হয়।
মামলায় ঢাকার সাবেক মেয়রের সঙ্গে সংসদ সদস্য ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়াঁ জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
সূত্রাপুর থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযুক্তদের উস্কানিমূলক বক্তব্য এবং প্ররোচনায় কতিপয় হরতাল সমর্থক লক্ষ্মীবাজারে হিউম্যান হলারটিতে পেট্রোল বোমা ছুড়ে মারে। ”
ওই পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন মন্টু পাল নামে এক স্বর্ণকারসহ সাতজন। শরীরের ৯০ ভাগজুড়ে আগুনের ক্ষত নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মন্টু।


সূত্রাপুর থানার সহকারী পরিদর্শক নয়ন কার্পুনের দায়ের করা এই মামলায় ঢাকা মহানগর যুবদল নেতা ইসহাক সরকার, কাজি আবুল বাশার ও সায়েদ মন্টুকেও আসামি করা করা হয়েছে বলে ওসি জানান।
গত মাসে দলের একসভায় বক্তব্যে আওয়ামী লীগের ‘হামলা’ মোকাবেলায় দা-কুড়াল নিয়ে বিএনপিকর্মীদের প্রস্তুত থাকতে বলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা।
তার ওই বক্তব্য সহিংসতায় উস্কানি দিচ্ছে বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ। এরপর খোকার বাড়িতে কয়েক দফা পুলিশি তল্লাশিও হয়। তবে তাকে পাওয়া যায়নি।

     

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.